রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন গ্রামে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তারা বাতাসন গ্রামে যাবেন বলে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, তারা গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে যেখানে যাত্রীবাহী বাসে ছুড়ে মারা পেট্রোল বোমায় চারজন নিহত হন সেখানে পরিদর্শন করবেন।
এ ছাড়া পেট্রোল বোমায় আহতদের খোঁজখবরও নেবেন তারা।
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে মঙ্গলবার দিনগত রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারা হলে চার যাত্রী নিহত হন। পরে আরো একজন মারা গেলে মৃতের সংখ্যা মোট পাঁচজনে উন্নীত হয়।
জেলা প্রশাসক জানান, পুলিশের আইজি ও র্যাব মহাপরিচালক শুক্রবার মিঠাপুকুর কলেজ মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি জানান, মিঠাপুকুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১৭ জনকে আটক করা হয়েছে।
ফরিদ আহমেদ আরো বলেন, অবাধে যানবাহন চলাচলের জন্য মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিজিবির ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এ ছাড়া যারা অগ্নিদগ্ধ হয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন।
এদিকে, বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত রহিম বাদশা ও তার মা রহিমা বেগমের মরদেহ বুধবার রাতেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু জেসমিনের মরদেহ তার বাবা আব্দুল জব্বারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান রংপুরের জেলা প্রশাসনের কর্মকর্তারা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল কাদের খান জানান, বর্তমানে রংপুর মেডিকেল কলেজে একজন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫