ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক ক্যালেন্ডারে বাংলাদেশ-ভারতের ১২ মনীষী

সুকুমার সরকার, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এক ক্যালেন্ডারে বাংলাদেশ-ভারতের ১২ মনীষী

ঢাকা: নতুন বছরকে স্বাগত জানিয়ে একটি ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ করেছে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। দুই দেশের ১২ মনীষীর ছবি দিয়ে ২০১৫ সালের এ ক্যালেন্ডারটি সাজানো হয়েছে।



ক্যালেন্ডারে মনীষীদের ছবিগুলো এঁকেছেন বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন চিত্রশিল্পী। মনীষীদের মধ্যে রয়েছেন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাস, ফকির লালন শাহ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শিল্পাচার্য্য জয়নুল আবেদিন ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটি এঁকেছেন সদ্যপ্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। কবিগুরুর ছবিটি তার হাতে আঁকা সর্বশেষ ছবি বলে শিল্পীর এক ঘনিষ্ঠজন জানিয়েছেন।

বাকি ছবিগুলো এঁকেছেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, জামাল আহমেদ, রঞ্জিত দাস ও কামালুদ্দিন।

কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ছবিগুলো এঁকেছেন চিত্রশিল্পী জামাল আহমেদ।

ক্যালেন্ডারটি সম্পর্কে তিনি বাংলানিউজকে বলেন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এ উদ্যোগ প্রশংসনীয়। ছবিগুলো যত্ন নিয়ে আঁকার চেষ্টা করেছি।

ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবাংলা) অভিন্ন সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছে।

প্রতি শুক্র ও শনিবার দুই দেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এ কালচারাল সেন্টারটি বিশেষ দিবসগুলোতে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।