ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট আইনজীবী সমিতির সভাপতি শামিউল, সম্পাদক অশোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সিলেট আইনজীবী সমিতির সভাপতি শামিউল, সম্পাদক অশোক

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামিউল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট অশোক পুরকায়স্ত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিলেট জেলা আইনজীবীতির ২ নম্বর বার হলে এ নির্বাচন হয়।

ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণণার পর শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ মোহতাদিনুর রহমান সেলিম।

প্রাপ্ত ফলাফলে অ্যাডভোকেট শামিউল আলম ৭৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচতি হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান কমিটির সভাপতি এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু পেয়েছেন ৩০৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট অশোক পুরকায়স্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম ২৬৬ পেয়েছেন।

এছাড়া প্রথম সহ-সভাপতি পদে ৪১২ ভোট পেয়ে আব্দুস শহীদ বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অশেষ কর পেয়েছেন ৩৪৪ ভোট, দ্বিতীয় সহ-সভাপতি পদে ৪৩৬ ভোট পেয়ে অ্যাডভোকেট আব্দুল হাই নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মো. জহুরুল ইসলাম পান ২৭৭ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোস্তফা দিলোয়ার আল আজহার ৪০২ পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবায়ের বখত জুবের পেয়েছেন ৩৭৯ ভোট। সমাজ বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হীরা ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ আহমদ ৩৬৫ ভোট পান।

লাইব্রেরি সম্পাদক পদে তাজ রিহান জামান ৪৭৪ পেয়ে বিজয়ী হন। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী বদরুল ইসলাম ৪০৪ ভোট পান। নির্বাচন কর্মকর্তা পদে অ্যাডভোকেট অঞ্জন কুমার দে ৩৯৯ ভোট পান, নিকটতম কামরুজ্জামান ৩১৬ পেয়েছেন। সহ-সম্পাদক (১) ইকবাল আহমদ ৫৫০, সহ-সম্পাদক (২) হীরা মিয়া ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তাছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন-অ্যাডভোকেট আজিজুর রহমান ৮০৬, মনির উদ্দিন ৮০২, ইমরান উদ্দিন ৭৩৯, আখতার হোসেন খান ৭০৬, কিশোর কুমার কর ৬৫৫, মিসবাহ উদ্দিন ৬৫১, প্রশান্ত কুমার পাল ৬৩১, আলী হায়দার ৫৯১. এমদাদুল হক ৫৮৯, ড. দিলিপ কুমার দাস ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।