টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে জুমার নামাজ শেষে শুরু হয়েছে বিভিন্ন ভাষায় বয়ান। বয়ানে ইসলামী চিন্তাবিদরা ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেন গোদরারের বয়ানের মধ্য দিয়ে বয়ান শুরু হয়। ইসমাইল হোসেনের বয়ানের তরজমা (বাংলায়) শোনান বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। জুমার নামাজের আগ পর্যন্ত চলে এই বয়ান। এরপর নামাজ শেষে আবারও বয়ান শুরু হয়েছে।
সরকারি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ইজতেমা ময়দানে ৮৮ দেশের ৪ হাজার ৩ শ’ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুনর রশিদ বাংলানিউজকে বলেছেন, বিদেশি মেহমানসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে আগের চেয়ে শক্ত অবস্থান নেওয়া হয়েছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকা বিজিবিও ইজতেমার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য মাঠে থাকা বিজিবি সার্বিকভাবে দায়িত্ব পালন করছে।
এছাড়াও, সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকতে দেখা গেছে ইজতেমার নিজস্ব তাবলীগী স্বেচ্ছাসেবকদের।
আগামী রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেলেও ইজতেমার বাকি আয়োজনে অংশ নিতে ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি ও নৌযানে চড়ে এখনও মুসল্লিরা আসছেন ইজতেমা মাঠে। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
** ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে অজুর পানি ও নামাজের পেপার
** জুমার নামাজের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু
** ইজতেমা ময়দানে দেড়টায় জুমার নামাজ
** ইজতেমা ময়দানে জুমার নামাজের প্রস্তুতি
** দ্বিতীয় পর্বের ইজতেমায় জড়ো হচ্ছেন মুসল্লিরা
** দ্বিতীয় পর্বের ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫