ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাকা দিয়ে আনন্দ কেনা যায় না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
টাকা দিয়ে আনন্দ কেনা যায় না অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

ঢাকা: গোটা পৃথিবী আজ টাকার পেছনে ছুটছে। টাকা দিয়ে পৃথিবীর প্রায় সব কিছুই কেনা যায়, তবে আনন্দ কেনা যায় না।

তবে বই পড়লে সহজেই আনন্দ উপলব্ধি করা যায়।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর রমনার বটমূলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসবে সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ একথা বলেন।

তিনি বলেন, যারা ১৯৭১ সালে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, তাদের আত্মত্যাগ টাকা দিয়ে কেনা সম্ভব নয়।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের হাজার বছরের জ্ঞান আর অভিজ্ঞতার ভাণ্ডারকে বই তার পৃষ্ঠায় ধারণ করে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের আত্মার আলো এর ভেতর জ্বলছে।

আলোকিত মানুষ গড়ার সমৃদ্ধ স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৬ বছর ধরে সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় সকালে রমনার বটমূলে বসেছিল পুরস্কারপ্রাপ্তদের মিলন মেলা।

হাজার-হাজার শিক্ষার্থী তাদের নিজগুণে আলোকিত করেছিল রমনার সবুজ প্রাঙ্গণ। তাদের এই আলো যদি দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে তবে সারাদেশই আলোকিত হবে।

এমনটাই প্রত্যাশা ছিল পুরস্কার বিতরণী উৎসবে আমন্ত্রিত অতিথিদের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।