ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও তার অন্যতম সহযোগী রণেশ দাশগুপ্ত এবং অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো উদীচী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ স্মরণ অনুষ্ঠান হয়।
উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীদের দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রণেশ দাশগুপ্তের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক দীপংকর গৌতম, ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্যসেনের ভূমিকা ও তার জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সত্যেন সেনের সাহিত্যকর্ম ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বদিউর রহমান।
অন্য আলোচকদের মধ্যে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। স্মরণ সভা সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫