নীলফামারী: দেশে বিরোধী জোটের চলমান আন্দোলনকে সামনে রেখে নীলফামারী ডিমলা থানা পুলিশের উদ্যোগে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ডিমলা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট তালিকা করে কমিটি গঠন করা হয়।
উপজেলার মতির বাজার, ডালিয়া বাজার, ঝুনাগাছ চাপানী বাজার, জোরজিগা বাজার, সাতজান তুহিন বাজার, খগাখড়িবাড়ীর ডোঙ্গর বাজার এলাকায় কমিউনিটি পুলিশ, আনসার ভিডিপি সদস্য, চেয়ারম্যান মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী বাংলানিউজকে জানান, বিভিন্ন প্রকার নাশকতা ঠেকাতে ও নাশকতায় লিপ্ত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রদান হবে কমিটির মূল উদ্দেশ্য। কমিটিগুলোকে তদারকি ও সহায়তা করতে থানা পুলিশের একটি মোবাইল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫