ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ থেকে পুলিশ পাহারায় বাস চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সিরাজগঞ্জ থেকে পুলিশ পাহারায় বাস চলাচল শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: অবরোধের ১১তম দিনে পুলিশ পাহারায় সিরাজগঞ্জ-ঢাকা এবং আভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।  
 
জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বাস চলাচল শুরু হয়।

 
 
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অবরোধ চলাকালে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাসের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে বাস চলাচলের সিদ্ধান্ত হয়।  
 
পরে, শুক্রবার সকালে বাস চলাচল শুরু হয়। সকাল থেকে পুলিশ প্রহরায় ৩০/৩৫টি বাস ঢাকার দিকে ছেড়ে গেছে বলে জানিয়েছে পরিবহন নেতারা।  
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বেশ কিছু বাস সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যেতে দেখিছি।
 
এদিকে, নিরুত্তাপ অবরোধ কর্মসূচিতে জেলার কোথাও কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। জেলার অভ্যন্তরীণ সড়কগুলিতে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা-ভ্যান ও ভটভটি চলাচল করছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।