ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেষ দিনে বিচারপতি মোজাম্মেল হোসেনের এক ঘণ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
শেষ দিনে বিচারপতি মোজাম্মেল হোসেনের এক ঘণ্টা মো. মোজাম্মেল হোসেন

ঢাকা: শুক্রবার সরকারি ছুটির দিন, তবুও চাকরি জীবনের শেষ দিন হিসেবে এক ঘণ্টার জন্য ঘুরে গেলেন প্রিয় কর্মস্থল উচ্চ আদালত। প্রধান বিচারপতি হিসেবে বাকি থাকা রায়গুলো লেখার জন্য বরাদ্দকৃত রুম গুছিয়ে গেলেন।


 
বলছি দেশের ২০তম প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কথা। ১৬ জানুয়ারি পূর্ণ হয় তার ৬৭ বছর বয়স। আর বিচারপতিদের চাকরির মেয়াদও ৬৭ বছর।
 
এর আগে ১৫ জানুয়ারি তাকে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।  
 
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান জানান, শুক্রবার হওয়ার কারণে আদালতে কয়েকজন কর্মচারী ছাড়া তেমন কেউ ছিলেন না। এর মধ্যে দুপুর দুইটার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নিজ কার্যালয়ে আসেন। ছিলেন প্রায় একঘণ্টা। এ সময় তিনি ব্যক্তিগত ফাইলপত্র বরাদ্দকৃত নতুন কক্ষে নিয়ে গুছিয়ে রাখেন।
 
বিদায়ী এ প্রধান বিচারপতি কিশোরগঞ্জে ১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে কিশোরগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৪ সালে গুরুদয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি এবং সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন।

বিচারপতি মোজাম্মেল হোসেন ১৯৮০ সালে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হন।
 
১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট এবং ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯তম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবসরে যাওয়ার পর ২০১১ সালের ১৮ মে প্রধান বিচারপতির দায়িত্ব পান মোজাম্মেল হোসেন।

এদিকে ২১তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার বঙ্গবভনে শপথ নেবেন বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।