ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ঢাকা: রাঙ্গামাটির কাউখালীতে শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী তিন সংগঠন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এ বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ডাক দেয়।



জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠক এমএম পারভেজ লেনিন, পিসিপির সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা ও জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।

সভা পরিচালনা করেন পিসিপি ঢাকা শাখার সাধারণ সম্পাদক বিনয়ন চাকমা।               
                                    
সমাবেশে বক্তারা বলেন, বুধবার (১৪ জানুয়ারি) কাউখালিতে আইয়ুব আলী কর্তৃক ২য় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসতালে চিকিৎসাধীন রয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকের কঠোর শাস্তি দাবি করেন।            
                                                    
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫                                                                                                              

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।