রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা।
তবে বোমাটি কাঁচ ভেঙে বাসের ভেতরে ঢুকলেও বিস্ফোরিত না হওয়ায় অল্পের জন্য রক্ষা পান বাসের অর্ধশত যাত্রী।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বুড়াবুড়ি তলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাসচালক আলমগীর কবির বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে মুণ্ডুমালা থেকে ৫০জন যাত্রী নিয়ে ইয়া রাব্বি পরিবহনের একটি বাস রাজশাহীর উদ্দেশে রওনা দেয়।
তানোরের বুড়াবুড়ি তলা এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটি লক্ষ্য করে কয়েকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে বোমাটি নিস্ক্রিয় হয়ে যাওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তবে হামলাকারীরাদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে বাসে পেট্রোল বোমা দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫