ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে মো. বাদল (৩৮) ও অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে মেহেদী (২২) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ঘটনা দুটি ঘটে।
আহত দুজনই বর্তমানে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অবরোধকারীদের ইটের আঘাতে আহত মেহেদীর ভাই শামিম বাংলানিউজকে জানান, তারা একটি মাইক্রোবাসে করে এয়ারপোর্টের আশকোনা এলাকা থেকে ঢাকার পাশ্ববর্তী কেরানীগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। তার সঙ্গে স্ত্রী, সন্তান ও ভাই মেহেদী ছিল।
মাইক্রোবাসটি কাকরাইল এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মাইক্রোবাসের জানালা ভেঙে একটি ইট এসে মেহেদীর মুখে লাগে। ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় ওই মাইক্রোবাসে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া মেহেদীকে বলে জানান শামিম।
মাইক্রোবাসের চালক সজল জানান, ফুটপাতে দাঁড়িয়ে থাকা ৮-১০ জন যুবক এ হামলা করে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে রিকশাচালক বাদল আহত হন।
বাদল জানান, নিলক্ষেত থেকে যাত্রী নিয়ে টিএসসি মোড়ের একটু আগে যেতেই পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫