ঢাকা: মালয়েশিয়া পাচারের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ হাজার সৌদি রিয়েল ও দুইশ’ মার্কিন ডলারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হোসেন মো. মনির (২৮)।
কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১০টায় মালিন্দো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মনিরের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
বহির্গমন হলে তার চলাফেরা সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার লাগেজ তল্লাশি করে। এসময় লাগেজের ভেতর থেকে ওই মুদ্রাগুলো পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
তিনি জানান, বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশে মুদ্রাগুলো মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিলো।
এ ব্যাপারে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫