ঢাকা: বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে অবিলম্বে সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশন। সহিংসতার মাত্রা বিশৃঙ্খলা ও হতাহতের ঘটনায় পৌঁছানোয় সংস্থাটি
উদ্বিগ্ন বলে জানায়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এ বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে সমাধানে পৌঁছুতে ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক।
মঙ্গলবার রংপুরে একটি গাড়িতে হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করে সব প্রাণহানির ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানায়।
একইসঙ্গে বিবৃতিতে বিরোধী দলের শীর্ষ নেতাদের যাতে বিনা অপরাধে গ্রেপ্তার করা না হয় এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যাতে মানবাধিকার বিষয়ক সব আন্তর্জাতিক আইন ও মান অনুসরণ করা হয়, শান্তিপূর্ণ জমায়েত ও মত প্রকাশের স্বাধীনতা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫