নীলফামারী: নীলফামারীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় কনের চাচা ও মামাকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো কনের চাচা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে এরশাদুল হক ও মামা পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুস শুকুর।
পুলিশ জানায়, ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে ও সিংদই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী মোতাহারা বেগমের সঙ্গে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের জোড়াপুল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেকের বিয়ে সম্পন্নের যাবতীয় প্রস্তুতি নিচ্ছিল কনের পরিবার।
খবর পেয়ে ইউএনও ও পুলিশ বিয়ের আসরে উপস্থিত হলে বাবা, মাসহ অন্যরা পালিয়ে গেলেও আটক হন চাচা এরশাদুল হক ও মামা আব্দুস শুকুর। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও মো. সাবেত আলী জানান, বিয়ে সম্পন্নে কনের পরিবার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিলো। শুধু বর আসার অপেক্ষা ছিলো। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫