সাতক্ষীরা: সাতক্ষীরায় অজ্ঞান পার্টির কবলে পড়ে দেবাশীষ কুমার সরদার (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের কার্ত্তিক চন্দ্র সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান জানান, দেবাশীষ কুমার সরদার দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মোকাম থেকে চাল বিক্রির ৪৮ হাজার টাকা নিয়ে যাত্রীবাহী বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার কাছে থাকা ৪৮ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে বাসটি পারুলিয়া এলাকায় পৌঁছালে পাশের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে দেবাশীষকে উদ্ধার করে স্থানীয় সখিপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বিকেলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫