ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মালামালসহ ১০ ডাকাত আটক

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
আশুলিয়ায় মালামালসহ ১০ ডাকাত আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): পণ্যবাহী ট্রাকে ডাকাতির অভিযোগে ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া মালামালসহ ১০ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দলকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, চট্রগ্রাম ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতের একটি দলকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭ টন রড উদ্ধার করা হয়।

আটক ডাকাতরা হলো- সুলতান (৩১), দিলু (২৮), বাচ্চু (৩০), নজরুল (২৮), জাহিদ (২৩), শেখ ওলী (৩১), মোশারফ (৩১), মনির হোসেন (২০), আইয়ুব আলী (৩০) ও দিদার (২৯)।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।