ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’ উদ্বোধন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সাভারে ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন হলো দু’দিনব্যাপী ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা-২০১৫’।

জনসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী এ মেলা শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. এনামুর রহমান।



সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় বিভিন্ন রকমের পিঠা পুলির দোকানসহ বিশটি স্টল বসেছে।

মেলার আয়োজকরা জানান, সমাজের আসল দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস ‘বউ-শাশুড়ি ও বয়স্কমেলা’। মেলায় বউ-শাশুড়ির সম্পর্ক ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে। মেলা চলবে রোববার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।