ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার ভোরে টেকনাফ শাহ পরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।



টেকনাফ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টেকনাফ নাফনদী শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকায় অভিযানে যায়।   এ সময় ট্রলারে থাকা পাচারকারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে।

পাচারকারীরা অবস্থা বেগতিক দেখে নাফনদীতে একটি প্যাকেট ফেলে মিয়ানমার দিকে দ্রুত পালিয়ে যায়। পরে প্যাকেটটি উদ্ধার করে তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

ইয়াবাগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।