মাগুরা: সুন্দরবনের ভেতর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ও সুন্দরবনের পক্ষে ক্ষতিকর বিভিন্ন প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা কমিটি।
শনিবার দুপুর ১টার দিকে চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের চৌরঙ্গীর মোড়ে সংগঠনের জেলা সভাপতি মো. হাসিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কমরেড বীরেন বিশ্বাস, বিকাশ মজুমদার, ওয়াহিদুর রহমান, সাংবাদিক রূপক আইচ, শরীফ তেহরান আলম টুটুল, সংগঠনের কেন্দ্রীয় নেত্রী প্রকৌশলী শম্পা বসু, ভবতোষ জয়, হুসাইন আহমেদ মানিক প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন বামপন্থী দল, তেল গ্যাস আন্দোলন, সাংবদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
বক্তারা সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস হিসেবে উল্লেখ করে সুন্দরবন বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫