ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে রুনা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রুনা মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ঝাঁ ঝাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও ঝাঁ ঝাঁ গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।



শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রুনার বাবা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, দুপুরে ঘরে বাঁশের সঙ্গে রশি দিয়ে দোলনা তৈরি করে খেলার সময় পড়ে গেলে গলায় রশি পেঁচিয়ে যায় রুনার।

এসময় সে চিৎকার করলে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, রুনা তার নিজ ঘরে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে। লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।