ঢাকা: ঢাকায় আগামী ৩১ জানুয়ারি স্কুল-কলেজ পড়ুয়া ১৪ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ১০ম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের যৌথ আয়োজনে আগামী ২৬ জানুয়ারি দেশের মোট ১৪ টি অঞ্চলে অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের বাছাই কার্যক্রম একযোগে অনুষ্ঠিত হবে।
বিজয়ীরা এবার আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়া ও বুলগেরিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
অনলাইন নিবন্ধনের জন্য (http://goo.gl/a58wZh) ওয়েব অ্যাড্রেস এবং মোবাইল ফোনে সমন্বয়ক (০১৬৭৮১৭০৪৬৫) ইমরান হাবিব রুমনের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫