নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আফাজউদ্দিন (৪০) নামে এক জমি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও-এর মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়না তদন্তের জন্য আফাজউদ্দিনের মরদেহ ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জমি ব্যবসায়ী আফাজউদ্দিন উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পাশের বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় আফাজউদ্দিন তার ছোট ভাইয়ের ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালুতে সোনাখালী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, আফাজউদ্দিনকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আফাজউদ্দিনের পরিবারের দাবি, জমি ব্যবসা নিয়ে প্রতিপক্ষের লোকজন আফাজউদ্দিন খুন করতে পারে। তাছাড়া এলাকার একটি পক্ষর সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫