রামু (কক্সবাজার): সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে গড়ে তুলতে কাজ করছে সরকার।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রমুখ।
সংস্কৃতি কর্মী মানসি বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান নুরুল হক, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সাবেক নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রামু কলেজের অধ্যক্ষ আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়–য়া, চিত্রশিল্পী তানভির সরওয়ার রানা, অধ্যাপক ইজত উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫