ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পুলিশ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা, আহত ৫

সিনিয়র স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাজধানীতে পুলিশ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা, আহত ৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রমনা এলাকায় মৎস্য ভবনের কাছে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য।



শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর মৎস্য ভবনের কাছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সামনের সড়কে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পথচারী ও সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- বাস চালক কনস্টেবল মোর্শেদ (৫০), কনস্টেবল মোহাম্মদ লিখন (২৫), কনস্টেবল বদিয়ার (২৫), কনস্টেবল শামীম (২৫) ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৪৫)।

এদের মধ্যে মোর্শেদের মাথার চুল, হাত ও মুখমণ্ডলের একাংশ পুড়ে গেছে। আর মাথায় আঘাত পেয়েছেন শামীম। তার অবস্থা গুরুতর।

ঢামেকের ১০৩ নং ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. পীযূষ বাংলানিউজকে জানান, গুরুতর আহত শামীমকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

মোর্শেদ ও আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, পিজি ও ‍বারডেম হাসপাতালে দিনের বেলা দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে যাওয়ার পথে দুর্বৃত্তরা এ পেট্রোল বোমা নিক্ষেপ করে।

জানা যায়, ৫২ সিটের ওই বাসে ৩৫-৪০ জন পুলিশ সদস্য ছিলেন।

বাসচালক কনস্টেবল মোর্শেদ বলেন, আইইবির সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেল ‍অতিক্রম হতে দেখি, তখনই পেছন ফিরে দেখি দুর্বৃত্তদের পেট্রোল বোমায় গাড়িতে আগুন ধরে গেছে। এরপর গাড়ি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করে।

ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি (তদন্ত) একে সাইদুল হক ভূইয়া।

পুলিশ বাস আক্রান্ত ও সদস্যদের আহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢামেকে ছুটে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

** ধানমন্ডিতে বাসে আগুন
** আজিমপুরে ককটেল বিস্ফোরণে রিকশা চালক-আরোহী আহত

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/আপডেট ২১২৪ ঘণ্টা/আপডেট ২১৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।