ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উদযাপনে সড়কে তোরণ নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিজয় দিবস  উদযাপনে  সড়কে তোরণ নয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবসে উদযাপনে সড়ক-মহাসড়কে কোনো রকম তোরণ নির্মাণ না করার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবসে উদযাপন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।



বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন  কামাল বলেন, বিজয় দিবস  উদযাপনের জন্য সড়কে কোনো রকম  তোরণ  নির্মাণ  করা যাবে না। তবে রাস্তার একপাশে প্ল্যাকার্ড করা যাবে।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন তাদের সাতদিন আগেই অনুমতি নিতে   হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান কে কোথায় কীভাবে করবে তা জানিয়ে অনুমতি নিতে হবে। এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।