ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
মিরপুরে ভিওআইপি সরঞ্জামসহ আটক ২

ঢাকা: রাজধানীর মিরপুরে বিপুল সংখ্যক ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থান সংলগ্ন মিরপুর বাংলা স্কুলের পেছনের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় আটক করা হয় দুইজনকে।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৪’র উপ-অধিনায়ক মেজর আবু সাঈদ খাঁন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। ভিওআইপি ব্যবসা সংশ্লিষ্ট দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটক দুজনের নাম-পরিচয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা ভিওআইপি সরঞ্জামগুলো গণনা করে জানানো হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।