ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০২০ সালের মধ্যেই পুষ্টিহীনতা দূর করা সম্ভব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
২০২০ সালের মধ্যেই পুষ্টিহীনতা দূর করা সম্ভব অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম লক্ষ্য পুষ্টিহীনতা বাংলাদেশে ২০২০ সালের মধ্যেই দূর করা সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টারে (ইন) ‘সময়োপযোগীভাবে পুষ্টি চাহিদা পূরণ: সরকার-বেসরকারি ও সাধারণ জনগণের অংশ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাক ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)।

মুহিত বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ করা কথা বলা হয়েছে। এই লক্ষ্যমাত্রা ২০২০ সালের মধ্যে অর্জন করা সম্ভব। যদি আমাদের প্রচেষ্টা থাকে।
 
অর্থমন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে পুষ্টি চাহিদা পূরণে আমাদের সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক উৎপাদন নিশ্চিত করতে হবে। অপুষ্টি বাংলাদেশের জন্য বর্তমানে একটি বৃহৎ চ্যালেঞ্জ। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠার ওপর প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু ও মাটির কারণে মানুষও অনেক কর্মঠ। সহজেই সব কাজ করার সামর্থ রাখে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মুসা ও গেইন’র বোর্ড অব  চেয়ার ভিনিতা বালি। গেইন’র নির্বাহী পরিচালক মার্ক ভেন আমেরিনগেন’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-প্রধান ডা. খায়রুল হাসান, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের (আইপিএইচএন) পরিচালক ডা. মো. কামরুল ইসলাম, গেইন’র বোর্ড মেম্বার শাওন বাকের, স্টেনলি জোলটকিন, নেদারল্যান্ডস দূতাবাসের খাদ্য নিরাপত্তা সচিব লাউরেন্ট উমানস, বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ চ্রিস্টা রাদের ও কানাডিয়ান হাইকমিশনের খাদ্য ও পুষ্টি উপদেষ্টা ডা. আতাউর রহমান।

এই অনুষ্ঠানের পর আরেকটি আলোচনার আয়োজন করা হয়। গেইন’র বোর্ড মেম্বার জে নাইদো’র সভাপতিত্বে এবং আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) নিউট্রিশন ও ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক ডা. তাহমিদ আহমেদের সঞ্চালনায় এতে অংশ নেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূইয়া, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ সরকার,  চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিকায়েল এনডারসন, ইউএসএআইডির সিনিয়র নিউট্রিশন উপদেষ্টা ওমর দারি, ইউনিসেফের নিউট্রিশন প্রধান অনুরাধা নারায়ণ ও ইউরোপীয় ইউনিয়নের কনসালট্যান্ট আবি মাসেফিল্ড।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫/আপডেট ০৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।