ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিয়া মসজিদে গুলিবিদ্ধ ইমামকে ঢাকায় স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বগুড়ায় শিয়া মসজিদে গুলিবিদ্ধ ইমামকে ঢাকায় স্থানান্তর ছবি: ফাইল ফটো

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে আহত ‘মসজিদ-ই-আল মোস্তফা’র ইমাম মাওলানা শাহিনুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর মসজিদের ইমাম মাওলানা শাহিনুরকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) আনা হয়। মেরুদণ্ডে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

মাওলানা শাহিনুরের বড় বোন তানজিলা বাংলানিউজকে জানান, গুলি বের করতে হাসপাতালের চিকিৎসকরা অপারেশন করেন। কিন্তু তারা ব্যর্থ হন। পরে তাকে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার শাহিনুরের অপারেশন হওয়ার কথা ছিল। এরইমধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলো।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।