ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদকের জানাজা-দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদকের জানাজা-দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লিয়াকত আলীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে ১ম জানাজা ও বেলা সাড়ে ১১টায় ইকবাল নগর জামে মসজিদে ২য় জানাজা শেষে  দুপুর সাড়ে ১২টায় নগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে সাংবাদিক, স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পেশাজীবী নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে মরহুমের প্রতি সাংবাদিকসহ স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুম লিয়াকত আলী খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন লিয়াকত আলী। পরদিন রোববার দুপুর ১২টার দিকে তার মরদেহ খুলনায় আনা হয়।

তার মরদেহ প্রথমে নগরীর ইকবাল নগর দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে আনা হলে সাংবাদিক, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন সেখানে জড়ো হন। পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে কিছু সময় রাখার পর মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজে রাখা হয়।

মরহুম লিয়াকত আলীর ছেলে সনি মোহাম্মদ আলী জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ আসর ইকবালনগর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ দোয়া সবাইকে মাহফিলে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।