ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহান বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মহান বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

সিলেট: মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।



বিভাগীয় কমিশনার জামাল উদ্দিনের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।

এছাড়া বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা প্রশাসন। তন্মধ্যে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও জাতীয় সংগীত প্রতিযোগিতা,১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-আধা সরকারি, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসে সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ  ও শারীরিক কসরত প্রদর্শন।    এরপর সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বাদ যোহর জাতীয় শান্তি ও অগ্রগতি কামনায় মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, বেলা আড়াইটায় সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান। বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যাকার প্রীতি ফুটবল ম্যাচ,সন্ধ্যা ৬টায় নগরীর কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ডিজিটাল ও প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা উপজেলা সমূহে শিক্ষার্থীদের বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রদর্শন, শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিনা টিকিটে সারাদিনের জন্য সকল শিশু পার্ক, ওসমানী যাদুকর উন্মুক্ত রাখা উল্লেখযোগ্য।

এছাড়া বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর রাইফেলস ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতা ও ১৮ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট অফিসার্স ক্লাবে প্রীতি টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।