ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর পরিদর্শন

গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুইজন বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুইজন বদলি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

গাজীপুর: গাজীপুর জেলার কয়েকটি ইউনিয়ন ও সিটি করপোরেশন ভূমি কার্যালয় পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এ সময় দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুইজনকে বদলির আদেশ দেন তিনি।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় এ আদেশ দেন তিনি।

সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউছুব আলী এবং কাশিমপুর কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা।

এছাড়া কালিয়াকৈর উপজেলা সাবাজপুর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাবেদ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবম‍ূর্তি নষ্ট হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ’

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, ভূমি কার্যালেয় পরিদর্শনের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয় তিনটি ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী।

একই সঙ্গে সাবাজপুর ও মোথাজুড়ি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলির নির্দেশ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২১০৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।