ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ

১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাগুরা: মাগুরার চাঞ্চল্যকর মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার মামলায় ১৭ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল (চার্জশিট)করেছে পুলিশ।

মঙ্গলবার(১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন।



ইমাউল হক বাংলানিউজকে জানান, মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় চাঞ্চল্যকর মমিন হত্যা ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মোট ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। প্রায় ৪ মাস তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটে নতুন করে তোতা, আয়নাল ও মুন্না নামে ৩ আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম পরিচয় ভুলের কারণে রানা নামে এক আসামির নাম বাদ পড়েছে। এছাড়া মামলার ২নং আসামি আজিবর শেখ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন নিহত হন। এ সময় মাতৃগর্ভে শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।