ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিশ্ব এইডস দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মাগুরায় বিশ্ব এইডস দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: “এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু: নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গিকার” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস-২০১৫।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার(০১ ডিসেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি-বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে সদর হাসপাতাল মিলনায়তনে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. রস্তম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. মঞ্জুর রহমান, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, জেলা এনজিও কোঅর্ডিনেটর মো. আব্দুল হালিম, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. কাজী তারিকুজ্জামান, এফপিএবির সহকারি জেলা কর্মকর্তা অরুন শীল, ডা. সুব্রত কুমার বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. রোকনুজ্জামান।  

এ কর্মসূচিতে জেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), পিকেএস, লাইট হাউজ, ব্র্যাক, ফেইথ ইন অ্যাকশন, আরডিসি, সন্ধি মহিলা সমিতি, স্বপ্নিল ফাউন্ডেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।