ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সড়কের অর্ধেক জায়গাজুড়ে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির চাপ বেড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে থেমে থেমে দিনভর যানজটের সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকেই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ও আখাউড়া উপজেলার ধরখার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।

এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, গত দুই সপ্তাহ আগে মহাসড়কের ঘাটুরা ও ধরখার এলাকায় সড়কের অর্ধেক জায়গা খুঁড়ে সংস্কার কাজ করা হচ্ছে। এতে সড়কটি সরু হয়ে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। যানজট কখনো কখনো মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, সংস্কার কাজ চলায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ পরিস্থিতি মোকাবেলার জন্য মাটির শোল্ডার মজবুত করা হয়েছে। যাতে যানবাহনের এক চাকা চলে গেলেও পুরো গাড়িটি যেতে পারে। ঠিকাদারের পক্ষ থেকেও সার্বক্ষণিক জনবল নিয়োগ করা হয়েছে।

তাছাড়া কোনো গাড়ি ফেঁসে গেলে যাতে উদ্ধার করা যায় সেজন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।