ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মংলা পৌর নির্বাচন স্থগিত

স্টাফ ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মংলা পৌর নির্বাচন স্থগিত


ঢাকা: আদালতের আদেশে মংলা পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন স্থগিতের বিষয়টি অনুমোদন হয়।

এরপর বিকেলের দিকে তা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
 
ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, সীমানা সংক্রান্ত এবং ভোটার সংক্রান্ত আইনি জটিলতার কারণে গত ১৮ নভেম্বর নির্বাচনের সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত। আর ইসি তফসিল ঘোষণা করে ২৪ নভেম্বর। আদালতের আদেশটি তফসিল ঘোষণার আগে না পৌঁছানোর কারণে মংলা পৌর নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু আদেশ পাওয়ার পর কমিশন সে নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে।

এদিকে, বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিন মল্লিক জানান, উচ্চ আদালতে একটি রিট (নং- ১১৩৬১/২০১৫ খ্রী.) আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল পেয়ে নির্বাচন কমিশন ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে।

মংলা পোর্ট পৌরসভার ৪নং ওয়ার্ডের ভোটার ও সীমানা নিয়ে জটিলতা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

মংলা উপজেলা নির্বাচন অফিসার মো. জাকারিয়া বলেন, নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে। এখন থেকে আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
 
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫/আপডেট ১৯৫৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।