ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুধবার মায়ানমার থেকে ফিরছে আরো ৪৮ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বুধবার মায়ানমার থেকে ফিরছে আরো ৪৮ বাংলাদেশি (ফাইল ফটো)

কক্সবাজার: মায়ানমারের জলসীমা থেকে আটক অভিবাসী প্রত্যাশীদের মধ্যে থেকে সপ্তম দফায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরো ৪৮ জন বাংলাদেশিকে।
 
বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় পতাকা বৈঠক শেষে  ঘুমধুম সীমান্ত দিয়ে ওই ৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হবে।



এ জন্য ওইদিন সকাল ১০টায় বাংলাদেশের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল মায়ানমারের ঢেঁকিবনিয়ায় যাবেন।

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৭) অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এরআগে চলতি বছরের ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগস্ট এবং ১২ অক্টোবর ৬ দফায় শনাক্ত হওয়া ৭২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।