ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

চাঁদপুর: চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় মেলার শুভ সূচনা করা হয়।



২৪টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার।

আগামী ৩ ডিসেম্বর বিকেল ৩টায় এ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

মেলা উদযাপন কমিটির সদস্য সচিব শহীদ পাটওয়ারী বাংলানিউজকে জানান, চাঁদপুরে ১৯৯২ সাল থেকে থেকে মুক্তিযুদ্ধের এ বিজয় মেলা হয়ে আসছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। ‘এসো মিলি মুক্তির মোহনায়’-এ  স্লোগানকে ধারণ করেই এ বছর গৌরবের ২ যুগ পূর্তি উদযাপন করা হচ্ছে।

মেলা সু-শৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে ১২টি উপ-পরিষদ গঠন করা হয়েছে। এর মধ্যে স্ব-স্ব পরিষদ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এ বছর মেলায় ১৩৪টি বাণিজ্যিক স্টল তৈরি করা হয়েছে।

মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত দর্শনার্থীদের যাতে ভোগান্তিতে না পড়তে হয় এবং ভিড় এড়াতে মাঠের পশ্চিমাংশে ও মঞ্চের পূর্ব পাশে আরও ২টি গেট নির্মাণ করা হয়েছে।

তাছাড়া মাঠের নিরাপত্তা বজায় রাখতে মাঠের ভেতরে ও বাইরে প্রায় ১৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ বছর বিজয়মেলা মঞ্চে ৫৬টি সাংস্কৃতিক সংগঠন ও ১০টি  নাট্য সংগঠন তাদের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।