ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
‘একটি ছবি হাজার শব্দের চেয়ে শক্তিশালী’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) পর্যটন নগরী কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন-২০১৫ ও সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ইকবাল সোবহান চৌধুরী বলেন একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ছবি যত সহজে ঘটনা এবং বিষয়বস্তুকে জীবন্ত করে তুলতে পারে, ভাষা তেমনভাবে পারে না। একটি ছবি অনেক কথা বলে, তেমনি অনেক ছবি একত্রিত হয়ে বহু কথা বলতে পারে। জানাতে পারে নানা ধরনের সমসাময়িক ঘটনা।

তিনি বলেন, ওয়েজবোর্ডে ফটো এডিটরের পদ সৃষ্টি আগামীতে নিশ্চিত করা হবে। ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সমস্যাগুলো বিবেচনা করে তাদের জন্য সন্তুষ্টজনক পদক্ষেপ নেওয়া হবে।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফটো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রেস ইনষ্টিটিউটের মাধ্যমে ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়ের সহযোগিতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ফটো সাংবাদিকদের অন্যান্য দাবিগুলোও পর্যাক্রমে বাস্তবায়ন করা হবে। সার্কভুক্তদেশ সমুহের ফটো সাংবাদিকদের সম্মেলন করার জন্য তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাইমুম সরওয়ার কমল, মোহাম্মদ এনায়েত করীম, হেলেনা জাহাঙ্গীর, বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী।  

এছাড়া এতে উপস্থিত ছিলেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক মীর আহম্মদ মীরু, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের উপদেষ্টা মনজুর কাদের মনজু, সভাপতি মনজুরুল আলম মনজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ভারত থেকে আগত তরুন চক্রবর্তী, ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি নুরুল ইসলাম  হেলালী ও সাধারন সম্পাদক এস এম জাফর প্রমুখ।

অনুষ্ঠানের শেষার্ধে ফটো সাংবাদিকতায় অবদানের জন্য অশোক চৌধুরী, কাজী রওনক হোসেন, মো. লুৎফুর রহমান বীনু, মো. সালাউদ্দিন (মরনোত্তর) সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে সকল অতিথিদের সম্মনানা ক্রেষ্ট প্রদান করা হয়।

দিনের কর্মসূচি শেষে র‌্যাফেল  ড্র ও সমাপনী অনুষ্ঠান সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের নামকরা শিল্পীরা গান পরিবেশন করেন।   

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।