ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

যশোর: যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।



এ ঘটনায় এক উপ পরিদর্শকসহ তিন পুলিশ আহত হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, যশোর ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল।

তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার রহমতপুর এলাকায় ডাকাতি হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায়  কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের পৃথক দু’টি দল।

এ সময় ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আট রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিঁছু হটে।

পরে ঘটনাস্থল গুরুতর আহত অবস্থায় এক ডাকাতকে এবং পুলিশ সদস্যদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ওই ডাকাতের মৃত্যু হয়।
 
এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, রশি ও একটি করাত উদ্ধার করে।

নিহত ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এরআগে, একইরাতে জেলার অভয়নগরে দু’দল চরমপন্থীর মধ্যে সংঘর্ষে চরমপন্থী নেতা বিদ্যুৎ রায় (৩৫) নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

** অভয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে চরমপন্থী নেতা নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।