ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তিচুক্তির বৈষম্যমূলক ধারা বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
শান্তিচুক্তির বৈষম্যমূলক ধারা বাতিলের দাবি ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পার্বত্য শান্তিচুক্তি থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য সৃষ্টকারী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

বুধবার (০২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এ দাবি জানান।



বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জনগণের মধ্যে শাসনতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য সমানাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ‘উপজাতিদের’ ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতির দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন বক্তারা।

এছাড়াও বক্তারা আরও দাবি করেন- ভূমি কমিশন পর্ষদে তিন পার্বত্য জেলার যোগ্য বাঙালিদের সম্পৃক্ত করা, ভূমি ক্রয়-বিক্রয়ে অধিকার নিশ্চিত করা,উপজাতি কোটা বাতিল ও পার্বত্য এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিষদে জনসংখ্যা অনুপাতে সদস্য বৃদ্ধি করা।

বাঙালিদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহার না করার পাশাপাশি সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ ও বাঙালি হত্যার বিচারের দাবিও জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইয়া, সংগঠনটির উপদেষ্টা শেখ মাহমুদ রাজু, সাহাদাত ফরাজী সাকিব, পার্বত্য গণপরিষদের মহাসচিব মাহমুদুল হাসান নিজামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
টিএইচ/এফবি/আরএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।