ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মো. জমির (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লালাখাল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ১২৯৯ এর কাছে বাংলাদেশের অভ্যন্তর থেকে লাশটি উদ্ধার করেছে বিজিবি।


 
নিহত মো. জমির জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হরণি ময়নাবস্তির মো. ফরিদের ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ‘নো ম্যান্স ল্যান্ড’ সংলগ্ন এলাকায় ধান ক্ষেত দেখতে গেলে খাসিয়াদের গুলিতে প্রাণ হারান জমির।

বিজিবির লালাখাল ক্যাম্পে মরদেহ রাখা হয়েছে। বেলা সোয়া ১টার দিকে মরদেহ উদ্ধারে সেখানে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রস্তুতের পর মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।