ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মধুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

মধুপুর (টাঙ্গাইল): “একীভূতকরণ: ক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বাসস্ট্যান্ড আনারস চত্বর ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মধুপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, প্রতিবন্ধী সেবা ও সহায় কেন্দ্র, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহামেদ ও এডিপি ম্যানেজার পরিতোষ রেমা, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মাসুদ পারভেজ, আওয়ামী ‍লীগ নেতা বাপ্পু সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।