ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই পৌরসভায় আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ফরিদপুরে দুই পৌরসভায় আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী

ফরিদপুর: বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলেও দলীয় উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তের কোন রকম তোয়াক্কা না করে ফরিদপুরের দুটি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বোয়ালমারীতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দীর্ঘ দিনের পরীক্ষীত নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।



তবে দলীয় কোন্দলের কারণে দুইজন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুছার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মোজ্জাফফর হোসেন বাবলু মিয়া, অপর জন যুবলীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন।

এ অবস্থায় বোয়ালমারীতে বিএনপির একক প্রার্থী বর্তমান পৌর মেয়র উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুস শুকুর শেখ এদিক থেকে সুবিধায় আছেন। এছাড়া উপজেলা জামায়াতের পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৭৪ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৩৪৬ মহিলা ভোটার ৯ হাজার ৬২৮ জন।

বোয়ালমারী পৌরসভার রিটার্নিং অফিসার ও ইউএনও মুহাম্মদ খায়রুজ্জামান জানান, মেয়র পদে পাঁচ জন এবং কাউন্সিলর পদে (পুরুষ) ৩৪ জন ও কাউন্সিলর (নারী) ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলেরই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তবে এখানে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় জামায়াতের কোন নেতাকর্মীকে মনোনয়ন দেয়া হয়নি বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমীর আব্দুত তওয়াব।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।

এখানে দুই দলের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা ও পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল মনোনয়ন পত্র দাখিল করেছেন।
 
নগরকান্দা পৌরসভায় মোট ৭ হাজার ৬শ ২৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৭৯ এবং নারী ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৫০জন।

নগরকান্দা পৌরসভায় মোট চার জন মেয়র পদে এবং কাউন্সিলর (নারী) ৮ জন ও কাউন্সিলর (পুরুষ) ৩২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা। এই দুই পৌরসভায় মেয়র পদে নয় জন এবং কাউন্সিলর (পুরুষ) ৬৬ জন কাউন্সিলর (নারী) ২১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরকেবি/আরআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।