ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া ইজতেমা ঘাটে নৌকাডুবি, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়া ইজতেমা ঘাটে নৌকাডুবি, আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা চৌদ্দ মৌজায় অনুষ্ঠেয় আঞ্চলিক ইজতেমা সংলগ্ন তিতাস নদীর ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে অন্তত ১০ জন আহত হয়েছেন।



শুক্রবার (৪ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত শহরের কাউতলি এলাকার জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী লিয়াকত আলী বাংলানিউজকে জানান, নামাজ শেষে তিতাস নদীর ঘাটে রাখা দু’টি ইঞ্জিন চালিত নৌকায় অতিরিক্ত মুসল্লি উঠেন। এ সময় পাশের নৌকা থেকে কিছু যুবক লাফিয়ে উঠলে একটি নৌকা হেলে পর মুহূর্তেই ডুবে যায়। এ ঘটনায় ভয় পেয়ে হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত ৮/১০ জন আহত হয়।

শহরের উত্তর মৌড়াইল এলাকার রুমান জানান, ডুবন্ত নৌকার ভেতর থেকে চার মুরুব্বিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।