ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাক উল্টে ৫ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
গাংনীতে ট্রাক উল্টে ৫ শ্রমিক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ট্রাক উল্টে ৫ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার(৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়–রা গ্রামের নিয়ামত আলীর ছেলে আমিরুল (৪৫), জমির উদ্দীনের ছেলে বিচারুল (৪০), আলতাফের ছেলে মহাসিন (৪০), মুনছাবের ছেলে মফিজুল (৪২) ও চাদ আলীর ছেলে জান আলী ( ৪৫)। এদের মধ্যে আমিরুল ও বিচারুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এলাকাবাসী জানান, মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়া থেকে বাধা কপি বোঝাই করে কয়েকজন শ্রমিকসহ ট্রাকে ঢাকায় যাচ্ছিলেন। পথে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার ওপর ট্রাকটি উল্টে পড়ে। এসময় পালিয়ে যান ট্রাকের চালক ও হেলপার। আহত অবস্থায় ৫ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, ট্রাকটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।