ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

পাবনায় প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ের পথে ২ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
পাবনায় প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ের পথে ২ প্রার্থী রিয়াজুল হোসেন ও আফরোজা খাতুন

পাবনা: পাবনা পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই কাউন্সিলর প্রার্থী।  
 
দুই প্রার্থী হলেন- পাবনা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজুল হোসেন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আফরোজা খাতুন ছবি।


 
শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
 
পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন বাংলানিউজকে বলেন, ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।  
 
এর মধ্যে ২ নম্বর ওয়ার্ড থেকে রিয়াজুল হোসেন এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আফরোজা খাতুন মনোনয়নপত্র উত্তোলন করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটি ছাড়াই তারা নির্বাচিত হতে যাচ্ছেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।