ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ফরিদপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু রোববার

ফরিদপুর: ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে রোববার (৬ ডিসেম্বর)।

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।


 
মেলার সার্বিক পরিচালনা করবে মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। এ উপলক্ষে শনিবার (০৫ ডিসেম্বর) সকালে স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি আজিজুর রহমান সোহেল জানান, মেলায় ভারত ও নেপালসহ দেশের ৮৬টি কোম্পানির প্যাভিলিয়নে কৃষি ও শিল্পসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে। এছাড়া মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস ও র‌্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ১০ টাকা মূল্যের টিকিট কিনতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সীদের প্রবেশে কোনো টিকিট লাগবে না।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।