ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার থেকে বিজয় মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার থেকে বিজয় মেলা

ব্রাহ্মণবাড়িয়া: ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার (৭ ডিসেম্বর) শুরু হচ্ছে বিজয় মেলা।

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।


 
সোমবার সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা পরিচালক লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত।

মেলায় মোট ১০টি স্টল থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও শিশুদের আঁকা ছবি ২টি স্টলে প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।