ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী চক্র ও জঙ্গিবাদকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে পালিত হয়েছে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস।

রোববার (০৬ ডিসেম্বর) এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।



কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে এসে পুষ্পস্তবক অর্পণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, নারী নেত্রী রওশন আরা চৌধুরী, শুব্রতা রায়।

মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং দালাল-রাজাকারদের সম্মুখ যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে কুড়িগ্রাম শহরকে হানাদার মুক্ত করেছিল।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।